ভাঙা চশমা

7

গোলাম আযম

সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে
চশমা পড়ে গেল,
একটি মাত্র চশমা আমার
উপায় কী যে বলো!
হাটে যাবার সময় নেই যে
কাজে থাকি ব্যস্ত,
ধূয়া মূছা রান্না বান্নায়
সদা-ই থাকি ন্যস্ত।
ছেলে আমার যে অফিসার
দো’তলা তার বাড়ি,
ভাগ্য দোষে সেই বাড়িতে
ঘষছি তাহার হাড়ি!
চোখে তেমন দেখতে পাই না
হাতে পায়ে ব্যথা,
পূত্রবধূর চিৎকারে যে
ঘুরে আমার মাথা।
জন্মের পরে তোমার বাবা
অকালে যায় মরে,
সোনা মুখটা চেয়ে চেয়ে
মরছি কুরে কুরে!
দাসির মত থাকতে দে বাপ
দু’বেলা দিস খেতে,
শেষ বয়সে মরি যে যেন
তোমার কোমল হাতে!