বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথে জনগনের দোরগোড়ায় সরকারি সকল সেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দিনব্যাপী উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
সকালে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সুনন্দা রায়। দিনব্যাপী দশটি স্টলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্ব স্ব দপ্তরের সেবা গ্রহিতাদের সেবা প্রদান করার পাশাপাশি সেবামূলক পরামর্শ দেন। মেলায় অংশ নেয় উপজেলা কৃষি, ভ‚মি, প্রাণিসম্পদ, সমাজসেবা ও পরিবার পরিকল্পনা দপ্তর। পাশাপাশি ন্যায্য মূল্যের দোকান, মুক্তবাজার নামের দুটি স্টলও সেবা প্রদান করে। এছাড়া উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিভিন্ন সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খানের সভাপতিত্বে সদস্য শফিক আহমদ পিয়ারের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আলাউদ্দিন কাদের, স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলওয়ার হোসেন, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা নাহিদ নওরীন, সমাজসেবা কর্মকর্তা শাহিনুজ্জামান চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) কামাল মুন্না।
অনুষ্ঠান শেষে বিভিন্ন দপ্তরের সেবা প্রার্থীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করেন অতিথিরা। পাশাপাশি, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।