স্টাফ রিপোর্টার
সিলেট জেলার জৈন্তাপুর, সুনামগঞ্জের ছাতক ও ব্রাম্মণবাড়িয়া থেকে দেশি, বিদেশি মদ ও বিপুল পরিমাণ গাঁজাসহ একটি সিএনজি অটোরিকশা ও ৫জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সুনামগঞ্জের ছাতক উপজেলায় সেনাবাহিনীর এক অভিযানে ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল মাদক সহ পৌর শহরের চরেরবন্দ গ্রাম থেকে এই ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৮১ বোতল মদ এবং নগদ ১ হাজার ১৪০ টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, পৌরশহরের চরেরবন্দ গ্রামের হুশমত আলীর ছেলে ইসলাম উদ্দিন (৪০), জমির উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৪৭) ও হাশেম আলীর ছেলে দেলোয়ার হোসেন সায়েদ (৩৫)। আটককৃতদের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে ২৩ বোতল বিদেশি মদসহ সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত সেনা ক্যাম্প সংলগ্ন এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালায় সেনাবাহিনীর টহলটিম। এ সময় একটি নাম্বারপ্লেট বিহীন সিএনজি চালিত অটোরিকশা সিগন্যাল দিলে তাৎক্ষণিক গাড়ী থামিয়ে চালক পালিয়ে যায়। গাড়ী তল্লাশী চালিয়ে ২৩ বোতল এসি বø্যাক ব্রান্ডের ভারতীয় মদ ভর্তি একটি কার্টুন উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
অপরদিকে, র্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৪.১ কেজি গাঁজাসহ ২ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দক্ষিণ ছয়শ্রী গ্রামের আব্দুল হাইর পুত্র মোঃ তফছির মিয়া (২২) ও নওগাঁ জেলার বদলগাছী থানার দড়িয়াপুর গ্রামের মোসলেম মন্ডল’র পুত্র মোঃ বিপ্লব হোসেন (৩৬)।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল।