অবস্থান কর্মসূচির শেষ দিনে সমাবেশে বক্তারা ॥ সোমবারের মধ্যে দাবি না মানলে এক দফা আন্দোলনের হুমকি

21

সিলেটের জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে এক দফা আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন সিলেট সদর দলিল লেখক সমিতির নেতারা। তারা বলেছেন, টানা আন্দোলন কর্মসূচির পর জেলা রেজিস্ট্রার কঠোর আন্দোলনে বাধ্য করছেন। টানা তিন দিনের ৩ ঘন্টা অবস্থান কর্মসূচির শেষ দিন গতকাল বুধবার দুপুরে সিলেট জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন।
এ সময় তারা বলেন, অবৈধ পরিপত্র জারি ও জেলা রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে আজ গোটা জেলার ঐক্যবদ্ধ। ১৩ উপজেলায় টানা কর্মসূচি পালিত হয়েছে। বক্তারা আগামী সোমবার পর্যন্ত আল্টিমেটাম দিয়ে বলেন, বিদ্যমান সকল সংকটের সুরাহা না হলে আন্দোলনে অচল করে দেওয়া হবে গোটা জেলার সাব রেজিস্ট্রার অফিসগুলো।
সিলেট জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সিলেট সদর দলিল লেখক সমিতির হাজী মাহমুদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মইনুল ইসলাম খান সায়েকের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা দলিল লেখক সমিতির সভাপতি আজিজুর রহমান লাল মিয়া, সদরের সাবেক সভাপতি মো. সুলতান মিয়া, সাবেক সভাপতি রফিকুজ্জামান, জেলার সাধারণ সম্পাদক ফরিদুর রহমান, সদরের সাবেক আহবায়ক কুতুব উদ্দিন, সদর সমিতির সহ সভাপতি মহিবুর রহমান জিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, জেলার যুগ্ম সম্পাদক এম ইকবাল হোসেন, কেন্দ্রীয় সদস্য কবির আলী গাজি অলিউর রহমান, আব্দুল রহমান (১), শেখ লুকমান মিয়া, সুধাংশু মোহন পালন, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, মাসুদ আহমদ কবির, অজিত কুমার দাশ, দিলোয়ার হোসেন (২), আব্দুল হান্নান খোকন, প্রনজিৎ চন্দ, হেলাল উদ্দিন শামসুল ইসলাম আনা, আব্দুল আহাদ (২), আব্দুর রহিম (২), মাহবুবুর রহমান এরশাদ, আবুল হাসনাত, শাহীন আহমদ, সাদেক আহমদ, রাশেদুজ্জামান রাশেদ, জাহাঙ্গীর হোসেন মান্না, ইকবাল আহমদ ইমন, জিল¬ুর রহমান, আব্দুল মান্নান, মোবারক আলী গাজী, জালাল উদ্দিন, মিসবাহ উদ্দিন (১) প্রমুখ। বিজ্ঞপ্তি