এক দিনের রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ

2

শ্রীমঙ্গল সংবাদদাতা

বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুস শহীদকে এক দিনের রিমান্ডে নিয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টায় কারাগার থেকে এক দিনের রিমান্ডের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, রিমান্ড শেষে আজ রবিবার তাকে আদালতে নেওয়া হবে। আদালত থেকে পুনরায় কারাগারে পাঠানো হবে।
গত বুধবার বেলা ১১টায় মৌলভীবাজার আদালতে সাবেক কৃষিমন্ত্রীকে হাজির করা হয়। ওইদিন সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিছবাহুর রহমান তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৪ অক্টোবর তার বিরুদ্ধে যুবদল নেতা আব্দুল আহাদ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। ২৪ নভেম্বর সাবেক এই কৃষিমন্ত্রীকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মৌলভীবাজার কারাগার থেকে যুবদল নেতার একটি মামলায় থানায় ১ দিনের রিমান্ডে আনা হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমির কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।