সাজিয়া ইসলাম দিবা

3

বৈশাখ এলো :

নতুন ছন্দে দোলা লাগিয়ে,
জরাজীর্ণতাকে দূরে সরিয়ে,
উন্মাদনা হাওয়ায় ভেসে,
বৈশাখ এসে দাঁড়ালো হেসে,
ফুটছে গোলাপ, স্বর্ণচাপা, জারুল, গন্ধরাজ,
বাঙালি রমনীর সাদা শাড়ি লাল পারের সাজ,
আম, জাম, কাঁঠাল রসালো ফল পাওয়া যায়,
অপার স্নিগ্ধতায় চারপাশ ভরে রয়,
প্রাচীন ঐতিহ্যের স্বরণ হয় বৈশাখী মেলায়,
নাগরদোলা, মুড়িমুড়কি পুতুল নাচের বেলায়,
ব্যবসায়ীরা ব্যস্ত হালখাতা করায়,
সকলে মিলে আনন্দে দিন ভরায়,
হে বৈশাখ তুমি রুদ্র রুপে এসো না,
কালবৈশাখী তান্ডব ছড়িয়ো না।
এসো নতুন ধানের গন্ধ নিয়ে,
ফুল ফলে চারিদিক ভরিয়ে দিয়ে,