কোম্পানীগঞ্জে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মুখোমুখী অবস্থান

11

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী মজির উদ্দিন ও পরাজিত প্রার্থী শামীম আহমদ শামীম এর সমর্থকরা বুধবার (২২ মে) দু’পক্ষই মুখোমুখি অবস্থান নেয়। দুপুর ২টা থেকে প্রায় ৩টা পর্যন্ত তেলিখালে রাস্তা অবরোধ করে রাখেন মজির উদ্দিনের সমর্থকরা। অন্যদিকে শামীম আহমদের সমর্থকরা পাড়ুয়া থেকে এসে তেলিখাল ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, নির্বাচনে জয়ী হওয়ার পর মজির উদ্দিনকে সমর্থন করে বিভিন্ন ফেসবুক আইডি থেকে শামীম আহমদের সমর্থক আব্দুল ওয়াদুদ আলফু মিয়ার নামে বাজে মন্তব্য করে। এমন ফেসবুক পোস্ট পেয়ে আকদ্দুস আলী থানায় অভিযোগ দায়ের করেন। বুধবার দুপুরে আকদ্দুস আলী কোম্পানীগঞ্জ থানা বাজার আসলে মজির উদ্দিনের সমর্থকদের সাথে আকদ্দুস আলীর বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। এর পর দুপক্ষের লোকজনের মাঝে খবর ছড়িয়ে পড়লে জড়ো হতে থাকেন তাদের সমর্থকরা। তেলিখাল মজির উদ্দিনের বাড়ির সামনে জড়ো হন তাঁর সমর্থকরা। এ সময় প্রায় ১ ঘন্টা সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। অপর দিকে তেলিখাল ইউনিয়ন পরিষদের সামনে পাড়ুয়া ও কোম্পানীগঞ্জ গ্রাম থেকে শামীম আহমদের সমর্থকরা জড়ো হন। এসময় দু’পক্ষের মাঝে টানটান উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিকাল ৪টায় উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই। এবং যান চলাচল স্বাভাবিক করি। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুলিশ উপজেলা প্রশাসন ও বিজি দুপক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।