বানরের আক্রমণ থেকে শিশুদের রক্ষার আকুতি

7

 

সিলেট মহানগরীতে বানরের উৎপাত সাম্প্রতিক কালে আশংকাজনক ও মারাত্মক ভাবে বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের মাঝে চরম উৎকন্ঠা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নগরীর কাজিটুলা, কল্বাখানি, গোয়াইটুলা, ঈদগাহ, হাজারিবাগ, হাউজিং এস্টেট সহ আশপাশের বিভিন্ন এলাকায় বানর লোকালয়ে এসে মানুষের উপর হামলে পড়ছে। এমন ভীতিকর পরিস্থিতিতে
‘বন্যপ্রাণী বানরের প্রতি সদয় আচরণ ও সুরক্ষা এবং বানরের বেপরোয়া ও মারমুখি অত্যাচার থেকে কি ভাবে নগরবাসীকে করা যায়’ এর উপায় নির্ধারণের লক্ষে মঙ্গলবার কাজি জালাল উদ্দিন এলাকায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সেক্রেটারি কামাল মিয়া কামরানের বাসায় আয়োজিত জরুরি সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা ফয়জুল আলোয়ার আলাওর। সভায় বক্তব্য রাখেন, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, সংরক্ষিত কাউন্সিলর শাহানারা বেগম, সাংবাদিক আব্দুল মালিক জাকা, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, এমদাদুল হক, শাহীন আহমদ, আকবর হোসেন সেলিম, এরশাদুল হক সহ আরো অনেকে।
সভায় উপস্থিত ভুক্তভোগী এলাকাবাসী বানরের নির্মম অত্যাচারের চিত্র তুলে ধরে বলেন, স্কুলের কোমলমতি শিশু কিশোর প্রায়ই বানরের হামলার শিকার হচ্ছেন। বানরের আক্রমণের শিকার হতে পারে এমন ভয়ে তারা স্কুলে যেতে উৎসাহ হারিয়ে ফেলছে। বানর ভীতি শিশুদের সুপ্ত মনকে আক্রান্ত করে ফেলেছে। এছাড়াও বানর পথচারীদের কাছ থেকে খাবার ছিনিয়ে নেয়া, উঠতি গাছপালা উপড়ে ফেলা সহ নানা জ্বালাতন করে জনজীবনকে অভীষ্ঠ করে তুলেছে। বক্তারা বানরের নির্মম অত্যাচার থেকে তাদের শিশু-কিশোরদের রক্ষার আকুতি জানান। সভায় বানরের উপদ্রব মোকাবেলায় এ মর্মে সিদ্ধান্ত গৃহিত হয় যে, অবিলম্বে জনগুরুত্বপূর্ণ বিষয়টিতে জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরন, জেলা প্রশসান, বনবিভাগ সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিতকরন এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ভোগান্তির চিত্র জনগন তথা আবাসন কর্তৃপক্ষের নিকট তুলে ধরা। এছাড়াও সভায় নগরীতে ব্যাপক হারে কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়। বিজ্ঞপ্তি