কাজির বাজার ডেস্ক
শক্তিশালী ভ‚মিকম্পে তছনছ চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চল। একের পর এক মিলছে মরদেহ। সর্বশেষ খবর অনুযায়ী ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ আরও বহু মরদেহ ধ্বংসস্ত‚পের নিচে চাপা পড়েছে বলে ধারণা করছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আরও ১৩০ জন আহত হয়েছেন। আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দপ্তর উদ্ধার অভিযান তদারক করছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সব দপ্তরকে জরুরি ভিত্তিতে ভ‚মিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বেইজিং সময় সকাল ৯টা ৫ মিনিটে অঞ্চলটিতে ভ‚মিকম্প অনুভ‚ত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। বিষয়টি শিনহুয়াকে নিশ্চিত করেছে আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দপ্তর।
চীনের ভ‚মিকম্প নেটওয়ার্ক সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কম্পনের এপিসেন্টার ছিল ২৮.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.৪৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভ‚মিকম্পটি ১০ ??কিলোমিটার গভীরে আঘাত হানে।
এদিকে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে রাজধানী ঢাকাসহ সারা দেশে এ ভ‚মিকম্প অনুভ‚ত হয়। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটানেও ভ‚মিকম্পটি অনুভ‚ত হয়েছে। চীনের ভ‚মিকম্পের প্রভাবে এ তিন দেশে কম্পন অনুভ‚ত হয়।
তবে মার্কিন ভ‚তাত্তি¡ক সংস্থা (ইউএসজিএস) ও ভলকানো ডিসকভারি রিখটার স্কেলের মাত্রা নিয়ে ভিন্ন তথ্য জানিয়েছে। তারা বলছে, ভ‚মিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভ‚পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।