জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষাবাঁধের কয়েক প্রকল্পের কাজ দ্রæত এগিয়ে চলছে

10

জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় নলুয়ার হাওর সহ অন্যান্য হাওরে আবাদকৃত আগাম বোরো ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষায় প্রতি বছরের মতো এবারো হাওর ঘুরিয়ে বেড়িবাঁধ নির্মাণ ও মেরামত কাজ করা হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৪ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ৩৩টি প্রকল্পের মাধ্যমে কাজ চলছে। যা গত ডিসেম্ববরে শুরু হয়ে আগামী ২৮ এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা। এর মধ্যে অধিকাংশ প্রকল্পে মাটিকাটার কাজ চললেও কয়েকটি প্রকল্পে এখনো কাজ শুরুই হয়নি।
১৮ জানুয়ারি বৃহস্পতিবার দেখা যায়, নলুয়ার হাওরের পশ্চিমপ্রান্ত বেতাউকা গ্রাম এলাকায় অবস্থিত ১১নং প্রকল্পে মাটিকাটার কাজ দ্রæত এগিয়ে চলছে। এ প্রকল্পের সভাপতি স্থানীয় ইউপি সদস্য মফিজুর রহমান মফিজ বলেন, বাঁধের কাছাকাছি কোথাও মাটি না থাকায় প্রায় দেড় কিলোমিটার দুর থেকে ট্রাক দিয়ে মাটি এনে বাঁধ নির্মাণ করছি। ইতোমধ্যে আমার প্রকল্পের অধিকাংশ মাটিকাটার কাজ শেষ হয়েছে। আগামী ৪/৫ দিনের মধ্যে শেষ হয়ে যাবে।
এদিকে-নলুয়ার হাওরের ঝুঁকিপূর্ণ এলাকা শালিকার বাঁধ পড়েছে ৭নং প্রকল্পে। ইতোমধ্যে এ প্রকল্পের প্রায় ৯০ ভাগ মাটিকাটার কাজ শেষ হয়েছে। এ প্রকল্পের সভাপতি স্থানীয় ইউপি সদস্য অনিল চন্দ্র দাস বলেন, আমরা আগে কাজ শুরু করেছিলাম, তাই আগে শেষ হচ্ছে। আর মাত্র ২ দিন কাজ করলে শেষ হয়ে যাবে। এ সময় হাওরে কৃষিকাজে আসা কৃষকরাও এ প্রকল্পের কাজ শেষপ্রান্তে দেখে সন্তোষ প্রকাশ করেন। তবে এ প্রকল্পের দক্ষিণে থাকা আরো কয়েকটি প্রকল্পের কাজ এখনো শুরু না হওয়ায় কৃষকরা শঙ্কা প্রকাশ করেন।