সৃজনশীল মেধা অন্বেষণে শিক্ষকদের পারদর্শী হতে হবে ——— মাহমুদ উস সামাদ এমপি

75

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, সরকার দেশপ্রেমে উদ্বুদ্ধ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন, সুশিক্ষিত আগামী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার উন্নয়নে ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। সিলেট-৩ আসনে শিক্ষার উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে দক্ষিণ সুরমায় ৩টি কলেজ ও ১টি হাইস্কুল জাতীয়করণ প্রক্রিয়াধীন। যা বিগত দিনে কোন সরকার করতে পারেনি। সৃজনশীল মেধা অন্বেষণে শিক্ষকদেরকে আরও পারদর্শী হতে হবে। তিনি সৃজনশীল মেধা অন্বেষণ কার্যক্রমকে আরো গতিশীল করতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি গত ২৪ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৭ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) খালেদা খাতুন রেখার সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সানাউল হক এর পরিচালনায় সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, মোগলাবাজার থানার ওসি আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জিয়া উদ্দিন, হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর প্রধান শিক্ষক বেলাল আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, আব্দুস সালাম মর্র্তু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সেলিম আহমদ মেম্বার, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, সৈয়দ কুতুব জালাল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, নবারুন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু ইউসুফ, সিলাম পি এল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ লাল রায়, রেবতী রমন দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাস, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, আদর্শ উচ্চ বিদ্যালয় রুস্তমপুর প্রধান শিক্ষক মাহমুদ হাসান, গাজীরপাড়া হাফিজিয়া দাখল মাদরাসার সুপার সিরাজুল আম্বিয়া, লাউয়াই ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা রওনক আহমদ, শিক্ষক আল মেহেদী তালুকদার সহ উপজেলার বিভিন্ন শিক্ষা শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি