গোয়াইনঘাটে উদ্ধার হওয়া অজগর সাপ সংরক্ষিত বনে অবমুক্ত

11

স্টাফ রিপোর্টার

সিলেটের গোয়াইনঘাটে বিশাল আকৃতির অজগর সাপ রাজাকে নিরাপদ আশ্রয় দিয়েছে পুলিশ। সাপটিকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দেয়ায় প্রকৃতিপ্রেমীদের প্রশংসায় ভাসছেন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলামসহ থানাপুলিশ টিম।
জানা যায়, রবিবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বীরমঙল হাওর মাটিকাপা গ্রামে মোহাম্মদ আলীর পুকুরপাড়ে সাত ফুট লম্বা বিশাল আকৃতির অজগর সাপ ধরা পড়ে। খবর পেয়ে টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র পুলিশ সুপার সাহিদুর রহমান, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম। পরে পুলিশ বিষয়টি বন বিভাগকে অবগত করলে বন বিভাগের পক্ষে মোঃ আব্দুল মালেক অজগর সাপটি তার হেফাজতে নেন এবং সাপটিকে সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়রা বলছেন- পুলিশ যথাসময়ে না এলে লোকজন হয়তো সাপটি মেরে ফেলতেন। পুলিশ আসায় বিশাল আকৃতির এই সাপ বাঁচতে পেরেছে।