কানাইঘাটে তরুণীর সন্তান প্রসব, অভিযুক্ত আসামী স্কুল শিক্ষার্থী গ্রেফতার

29

কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাটে বিবাহ বহির্ভুত সম্পর্কের জের ধরে এক তরুণী সন্তান প্রসব করার ঘটনার অভিযুক্ত ধর্ষণ মামলার আসামী স্কুল শিক্ষার্থী রুহুল আমিন কে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে পলাতক থাকাবস্থায় গোলাপগঞ্জ উপজেলার খলাগ্রামের তার বোনের বাড়ী থেকে মামলা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন চন্দ্র সরকার গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় রুহুল আমিন (১৭) কে গ্রেফতার করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায় কানাইঘাট রাজাগঞ্জ ইউপির নিজ রাজাগঞ্জ গ্রামের মাস্টার আব্দুর রাজ্জাকের পুত্র স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী রুহুল আমিন একই বাড়ীর তার চাচাতো বোন হাসমত আলীর মেয়ে লুভি নেছা (১৮) সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে লুভি নেছা অন্ত:সত্ত্বা হয়ে পড়লে পারিবারিক ভাবে বিচার না পেয়ে কানাইঘাট থানায় প্রেমিক রুহুল আমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং-১০, তাং-২০/০৬/২০১৮ মামলা দায়ের করে। উক্ত মামলা দায়েরের পর থেকে রুহুল আমিন পলাতক ছিল। সম্প্রতি লুভি নেছা একটি ছেলে সন্তান জন্ম হলে পুলিশ রুহুল আমিন কে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত তাকে গোলাপগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপর দিকে থানার এসআই পান্না লালদেব গত রবিবার কানাইঘাটের চতুল এলাকায় অভিযান চালিয়ে আইসিটি মামলার এফআইআর ভূক্ত আসামী স্থানীয় পবর্তপুর ডুংরাগ্রামের জামাল উদ্দিনের পুত্র মস্তাক আহমদ (২০) কে গ্রেফতার করেন। ধৃত ২ আসামী কে গতকাল সোমবার পুলিশ আদালতে সোপর্দ করেছে।