২৮ বছর পরে বন্ধুত্বের টানে ওসমানীনগরে আমরা-৯৩’র মিলন মেলা

6

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বন্ধুত্বের বন্ধনকে জাগ্রত করে সারাদেশের ১৯৯৩ এসএসসি পরীক্ষার্থী ব্যাচকে একই প্লাটফর্মে নিয়ে আসার অঙ্গীকারে আমরা-৯৩’র বন্ধুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। সেই কবেই স্কুলজীবন শেষ করে, যৌবন ফুরিয়ে যাবার অতিক্রম, তবুও বন্ধুত্বের সেই আত্মার টান, ভালোবাসার বন্ধন, হৃদয়ের স্পর্শের অনুভূতি থেকে সিলেটের ওসমানীনগরে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এসএসসি-১৯৯৩ ব্যাচ এর আমরা-৯৩ বন্ধুদের সিলেট বিভাগীয় মিলন মেলা। সারা বাংলার বন্ধুরা আজ এক সাথে হই, হাতেহাত রেখে বলি আমরা-৯৩ প্রতিপাদ্যে ওসমানীনগর উপজেলা আমরা-৯৩’র উদ্যোগে আয়োজিত মহা মিলন মেলায় একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, ছবি তোলা, সেল্ফি, আড্ডা, গল্প, নাচ, গানে মেতে উঠে ২৮ বছরের সেই পুরোনো স্মৃতিতে ফিরছেন সকলে। বন্ধুত্বে ডাকে সারা দিয়ে সিলেট বিভাগ ও দেশ-বিদেশের নানা প্রান্তসহ শত শত মাইল দূর থেকে আসা এক বন্ধু অপর বন্ধুকে পেয়ে আবেগে আপ্লুত হওয়ার দৃশ্যে শুক্রবার উপজেলার গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয়েছিল বন্ধুত্বেও মেল বন্ধনে। অনুষ্ঠানে একতা, সম্প্রীতি ও সফলতা বৃদ্ধির আলোচনায় অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমরা-৯৩’র সিলেট বিভাগীয় সমন্বয়কারী সুবেদুর রহমান মুন্না, আলী আছকর ফয়েজ, এডভোকেট আলাউদ্দিন, উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন ইকবাল, ৯৩ ব্যাচের বন্ধু ইলিয়াছ আহমদ, বিদ্যুৎ ভুষন ধর, কাজী খুলিলুর রহমান, ব্যাংকার মোস্তফা আহমদ, রুবেল খান আতিক, জুনায়েদ আহমদ শাকির, আনিচ্ছুজ্জামান সেলিম, হুমায়ুন কবির জুয়েল, সামছুল ইসলাম শমিম, আবুল কালাম আজাদ, নজির আহমদ, মামুন আহমদ, শহিদুল ইসলাম টিপু, আগামী উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মহিমা সুলতানা সুমিসহ আরও অনেকে।
বক্তারা বলেন হাতে লাটিম-নাটাই নিয়ে মাঠ-ঘাট, বই খাতা কাঁধে চেপে স্কুল জীবনের সেই দুষ্টুমি সূচনায় সৃষ্ট দৃঢ় বন্ধুত্বের টানকে কাজে লাগিয়ে জীবন-জীবিকার তাগিদে নানা ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুদের একই প্লাটফর্মে নিয়ে এসে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে আমরা-৯৩’র যাত্রা। হাসি-আনন্দের পাশাপাশি সমাজসেবা মূলক কাজে অংশ গ্রহণের মাধ্যমে আমরা-৯৩ হবে একটি মাইলফলক এমন প্রত্যাশা করেন তারা। অনুষ্ঠানে আগামীতে আরও বড় পরিসরে মিলনমেলার পাশাপাশি অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনার ব্যক্ত করেন আয়োজকরা। শিক্ষক, সরকারি-বেসরকারি চাকরিজীবী, উদ্যোক্তা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিকদের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বন্ধুদের জন্য ছিল কমন উপহার ৯৩ৎর টি-শার্ট, মগ বিতরণ ও র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।