বানিয়াচংয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

2

 

বানিয়াচং সংবাদদাতা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রতœা ব্রীজ ও মন্দরি গ্রামের হাওরের মাঝে পাতানো প্রায় ১০হাজার মিটার কারেন্ট জাল ও ৩০টি রিং জাল আটকের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার বিকেল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মোঃ নাজমুল হাসান এর নেতৃত্বে এক বিশেষ অভিযান চালিয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জাল আটক করা হয়। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি।
জানা যায়, রতœা ব্রীজ থেকে মন্দরি হাওর পর্যন্ত একাধিক জলমহলে জেলেরূপী দুর্বৃত্তরা বিকেল থেকে কারেন্ট জাল, রিং জাল ও মাছ ধরার বিভিন্ন উপকরণ দিয়ে মাছ ধরতে নামে।
বানিয়াচং উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০টি রিং জাল আটক করেন এবং জব্দকৃত এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান চলাকালে থানা পুলিশ, হাওর তীরবর্তী গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বানিয়াচং উপজেলা কমিশনার (ভ‚মি) নাজমুল হাসান তথ্যটি নিশ্চিত করেন। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।