দুস্থ-গরীবদের দুর্দিনে রোটারী ক্লাবের মানবতার হাতকে প্রসারিত করতে হবে —— মেয়র আব্দুস শুকুর

40

বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর বলেছেন, রোটারী ক্লাব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর কাজ করে যাচ্ছে। দুস্থ-গরীব, অসহায়দের দুর্দিনে ও চলতি বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিকভাবে সহযোগিতা করে মানবতার হাতকে প্রসারিত করায় বিয়ানীবাজার রোটারী ক্লাবের প্রশংসা করেন তিনি। মেয়র আব্দুস শুকুর আরো বলেন, সকল দুর্যোগে রোটারী ক্লাব যেন সকল সময় মানুষের পাশে থেকে কাজ করে যায় সেদিকে রোটারীয়ানদের সুদৃষ্টি কামনা করেন।
গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় বিয়ানীবাজার রোটারী ক্লাবের ঈদ পুনর্মিলনী উপলক্ষে রোটারিয়ান আব্দুস শুকুর বাবলুর আয়োজনে পৌরসভা সদরের ছালিকোনায় অনুষ্ঠিত এ উৎসবমুখর অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান নজরুল ইসলামের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী এমরান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উৎসবমুখর অনুষ্ঠানে মেয়র আব্দুস শুকুর প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম ঝুনু, রোটারিয়ান আইপিপি সালেহ আহমদ, রোটারিয়ান পিএজি সাব্বির আহমদ, রোটারিয়ান পিপি গৌছ উদ্দিন খান খোকা, রোটারিয়ান পিপি ফখর উদ্দিন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ফয়জুল ইসলাম সুজেল, রোটারিয়ান আব্দুল মতিন, রোটারিয়ান আলাল উদ্দিন, রোটারিয়ান ডা. আবু ইসহাক, রোটারিয়ান মো: জামিল হোসেন, রোটারিয়ান রাজকুমার রাজন, রোটারিয়ান সাব্বির আহমদ, রোটারিয়ান জানে আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারেক্টর জাফর আহমদ, খলিলুর রহমান, সুলতান আহমদ, ফার্স্টলেডি রহিমা বেগম, আবিদা আক্তার, রাহেলা বেগম, ফরিদা বেগম, উর্মীনা আক্তার, দিলরুবা মজুমদার, জাকারিয়া আহমদ, কিবরিয়া আহমদ ও নুনু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি