মনির চৌধুরী

12

সর্বনাশী বন্যা :

অথই জল পথে-প্রান্তরে
ঘরের আঙ্গিনায়,
দু’চোখ মেলে চেয়ে দেখি
কূল কিনারা নায়।

ক্রুদ্ধ জলের প্রবল স্রোতে
ভাসছে নগরবাসী,
ঘর বাড়ি সব গ্রাস করছে
বন্যা সর্বনাশী।

বানভাসিরা সব হারিয়ে
খুঁজছে শুধু ডাঙা,
তাঁবুর আশায় ভুলে গেছে
আপন ঘরটি ভাঙা।

প্রাণের মায়ায় পথের ধারে
বাঁধছে তারা তাঁবু,
থাকিবার ঠাঁই মিললেও তবু
ক্ষুধায় তারা কাবু।

মায়ের কোলে কাঁদছে শিশু
ক্ষুধার যন্ত্রণায়,
খাদ্যের তরে তাদের জীবন
মৃত্যুর আশংকায়।