জগন্নাথপুরে পলো বাওয়া উৎসবে সৌখিন জনতার ঢল

5

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রাম এলাকায় জামাইকাটা হাওরের লাঙ্গলজোড়া বিলে পলো বাওয়া উৎসবে সৌখিন জনতার ঢল নেমেছে।
১৯ মার্চ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লাঙ্গলজোড়া বিলে উসবমুখর পরিবেশে পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়। চলরে ভাই, পলো বাইতে যাই এমন খবরে সৌখিন জনতা বিল পাড়ে ভিড় জমান। স্থানীয় আধুয়া, লোহারগাঁও, বাউড়কাপন ও গাংপাড় সহ বেশ কয়েকটি গ্রামের শতশত মানুষ পলো বাওয়া উৎসবে অংশ নেন। তাদের সাথে বিভিন্ন ধরণের জাল নিয়ে আরো কিছু মানুষ অংশ নিয়েছেন। সবাই সমবেত হয়ে সারিবদ্ধ ভাবে পানিতে নেমে বিভিন্ন জাতের দেশীয় মাছ ধরেন। প্রতিযোগিতামূলক মাছ ধরার মজাই আলাদা। তা দেখতে বিল পাড়ে উৎসুক জনতা ভীড় জমান। কারো পলোর নিচে বড় মাছ ধরা পড়লে সবাই হুমড়ি খেয়ে পড়েন দেখার জন্য। সব মিলিয়ে উৎসবে কমবেশি মাছ পেয়ে সবাই বেজায় খুশি হয়েছেন।
প্রতি বছরের হেমন্ত মৌসুমে দেশের গ্রাম-গঞ্জের নামকরা বিল, হাওর ও নদীতে পলো বাওয়া উৎসব হয়ে থাকে। এতে এলাকার সৌখিন মানুষ মিলে প্রতিযোগিতার মাধ্যমে মাছ ধরেন। যা গ্রাম বাংলার চিরচেনা চিত্র। তাই প্রতি বছরের মতো এবারো জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে বড় বড় পলো বাওয়া উৎসব হয়েছে। এর মধ্যে আধুয়া এলাকার লাঙ্গলজোড়া বিলে পলো বাওয়া উৎসবকে ঘিরে স্থানীয় বিভিন্ন গ্রামের সর্বস্তরের সৌখিন মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।