আবদুল লতিফ

7

মনটা করে হুহু :

পঞ্জিকাটা উল্টে দেখি
বসন্ত কাল চলে
গাছগাছালি ভরে গেছে
রক্ত রঙিন ফুলে।

ডালে ডালে নতুন পাতা
কোকিল ডাকে কুহু
তাইনা দেখে মনটা আমার
করে শুধু হুহু।

শিমুল গােেছর ডালে বসে
কতো পাখি ডাকে
কতো ফাগুন হারিয়ে গেছে
এই জীবনের বাঁকে।

বাসন্তী রঙ শাড়ি পরে
দাঁড়ায়নি কেউ পাশে
হাতটি ধরে বলেনি কেউ
আমায় ভালবাসে।