ছাতকে মোবাইল ফোনে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

21

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে সাংবাদিক শামীম আহমদ তালুকদারের ব্যবহৃত মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়ায় অবশেষে থানায় জিডি এন্টি করা হয়েছে। তিনি উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া (কাকুরা) গ্রামের প্রবীণ মুরব্বি ইছাক আলী তালুকদার (মহাজনের) পুত্র ও জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের ছাতক উপজেলা প্রতিনিধি।
জানা যায়, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত সোয়া ১০টায় শামীম আহমদ তালুকদারের ব্যবহৃত মোবাইল ফোন ০১৭১৪-৯৫৭৩৫২ নম্বরে অজ্ঞাতনামা ০১৭১২-৫৪৩২৩৮ নম্বর থেকে ফোন করে এবং ফেইসবুকের লেখা নিয়ে অশ্লিল ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তি হুমকি দিয়ে বলে কিছু দিন পূর্বে গোবিন্দগঞ্জে প্রাণে বেঁচে গেলেও এখন আর বাঁচতে পারবে না। এ হত্যার হুমকি দিয়ে লাইন কেটে দেয়। এ হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন সাংবাদিক শামীম ও তার পরিবার। ওইদিন রাতেই এ বিষয়ে ছাতক থানায় একটি জিডি (নং-১০৯০/১৭) দায়ের করেন তিনি। সাংবাদিক শামীম বলেন, ফেইসবুকে ৮ ফেব্র“য়ারি ২০১৭ইং তারিখে তাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে একটি চক্র। এ নিয়ে তিনি ছাতক থানায়  ৯ ফেব্র“য়ারি ২০১৭ইং তারিখে একটি জিডি রুজু করেন। এ চক্রের অব্যাহত হুমকিতে তিনিসহ পরিবারের সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।