আবদুল লতিফ

20

জন্মভূমি বাংলা আমার :

মাতৃভূমির মাটি সে তো
হীরার চেয়ে দামী
এই মাটিতে মিশে গিয়ে
ধন্য হব আমি।

ফুল বাগানে ফুলের মাঝে
পাখির কুহুতানে
খুঁজে পাবে তারার মাঝে
দূর আকাশের পানে।

সবুজ ঘাসে শিশির কণা
উঠবে যখন হেসে
খুঁজে নিও তোমরা সেথায়
আমায় ভালবেসে।

জিরি জিরি দখিন হাওয়া
যখন বয়ে যাবে
স্নিগ্ধ কোমল হাওয়ার ছোঁয়ায়
আমায় খুঁজে পাবে।

হারিয়ে গিয়েও থাকব বেঁচে
আমি সবার মাঝে
জন্মভূমি বাংলা আমার
বাংলা আমার মা যে।