মুহাম্মদ আলম জাহাঙ্গীর

6

নিয়ামত :

গাছে গাছে ফুলের কলি
নানান ফুল তার ফোঁটে,
মধুর লোভে মৌমাছি আর
ভ্রমর ফুলে ছোটে।
নানা স্বাদের ফল যে গাছে
থাকে ঝুলে ঝুলে,
কিচিরমিচির পাখি ডাকে
গাছ ও নদীর ক‚লে।
আকাশ ভরা হাজার তারা
অপুর্ব তার ছবি,
সবুজ শ্যামল এই পৃথিবী
দিচ্ছে আলো রবি।
মাঠে মাঠে শস্যে ভরা
কতো পাহাড় পর্বত,
চারদিকে দেখছো যা ভাই
খোদার তা নিয়ামত।।