অবসর গ্রহণকালে সম্মাননা পেলেন এসএমপি’র নায়েক বিল্লাল

4

স্টাফ রিপোর্টার :
অবসরে গেলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নায়েক (১০৬৬) বিল্লাল হোসেন ভূঁইয়া। শনিবার ছিলো তাঁর পুলিশি চাকরিজীবনের শেষ দিন। বাংলাদেশ পুলিশে গৌরবোজ্জ্বল কর্মজীবন অতিবাহিত করে অবসর গ্রহণ উপলক্ষে বিল্লালকে বিশেষ সম্মাননা দান করা হয়।
এ উপলক্ষে গতকাল রবিবার বিকাল ৪টায় এসএমপি কমিশনার কার্যালয়ে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিল্লাল হোসেন ভূঁইয়ার হাতে কমিশনার মো. নিশারুল আরিফ প্রশংসাপত্র, সম্মাননা ক্রেস্ট ও প্রীতি উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার সদর ও প্রশাসন পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মো. শফিকুল ইসলাম, উপ-কমিশনার (সদর ও প্রশাসন) মো. কামরুল আমিন প্রমুখ।
উল্লেখ্য, নায়েক (অব.) বিল্লাল হোসেন ভূঁইয়া ১৯৬৩ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে দীর্ঘ প্রায় ৪০ বছরের চাকরিজীবনের ১৪ বছরেরও অধিক সময় এসএমপিতে কর্মরত ছিলেন।