লেখাপড়া করে মা বাবার কষ্টার্জিত অর্থ কাজে লাগাতে হবে – সমাজকল্যাণমন্ত্রী

44

Moulvibazar.Menestar.pic.1মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি বলেছেন, শুধু রাজনীতি করলে চলবে না ভালোভাবে লেখাপড়া করে মানুষের মত মানুষ হয়ে দেশ গড়তে হবে। আর তাতেই স্বার্থক হবে মা বাবার পরিশ্রম। বুধবার দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনিএ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, সব সময় শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। মা-বাবার কষ্টে অর্জিত আয়ে প্রতিটি ছাত্র-ছাত্রীকে ভালোভাবে লেখাপড়া করে তাদের মুখ উজ্জ্বল করতে হবে এবং ভবিষ্যৎ সুনাগরিক হয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে হবে। মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল্লাহ সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফিরোজ, মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান, অধ্যাপক মো. ফয়জুল্লাহ, কৃষক লীগের সভাপতি এখলাছুর রহমান, সমাজসেবক সৈয়দ মোস্তাক আলী, ছাত্রলীগের সাবেক ভিপি আব্দুল মতিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জহুরা আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, ছাত্রলীগের সভাপতি মো. জাকারিয়া প্রমুখ। মন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কলেজে একটি একাডেমি ভবন নির্মাণ করে দেওয়া হবে। পরে মন্ত্রী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় মন্ত্রী কলেজের শিক্ষকদের উদ্দেশ্যে আরো বলেন, নবম জাতীয় সংসদে যখন তিনি এমপি ছিলেন। তখন এই কলেজের শিক্ষকরা তাকে মূল্যায়ন করেন নাই। কিন্তু তারা জানেন না এই কলেজের উন্নয়নে তিনি সচেষ্ট। একজন এমপি হিসেবে এর উন্নয়ন ও বিভিন্ন কর্মকান্ডে তার সম্পৃক্ত থাকার কথা। কিন্তু তারা তাঁকে দূরে রেখেছেন। একজন শিক্ষকের দায়িত্ব ন্যায় ও সত্যের পথে চলা কারো ভয়ে বা কাউকে খুশি করতে আরেকজনকে তার নায্য অধিকার থেকে বঞ্চিত করতে নয়।