যে কারণে চাকরি ছাড়লেন অস্ট্রেলিয়ান কোচ

5

স্পোর্টস ডেস্ক :
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ শিরোপা থাকলেও টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হতে পারছিল না অস্ট্রেলিয়া দল। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অনুষ্ঠিত বিশ্বকাপে জাস্টিন ল্যাঙ্গারের হাত ধরে এবার সেই অধরা শিরোপা স্বাদ পেয়েছে অজিরা। কিন্তু সেই কোচই নাকি হেডকোচের দায়িত্ব ছেড়ে দিলেন।
ল্যাঙ্গারের সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে কথা চলছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার। ল্যাঙ্গারের ইচ্ছা ছিলো দীর্ঘমেয়াদে চুক্তি নবায়ন করা। কিন্তু সিএ চেয়েছে স্বল্প মেয়াদের। ল্যাঙ্গারের কাছে অক্টোবর-নভেম্বরে দেশের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ নবায়নের প্রস্তাব দিয়েছিলো সিএ। কিন্তু স্বল্প মেয়াদের প্রস্তাবে রাজি না হওয়াতে এখনই কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন ল্যাঙ্গার।
এক বিবৃতিতে বলা হয়, ‘ডিএসইজি নিশ্চিত করছে, আমাদের মক্কেল জাস্টিন ল্যাঙ্গার অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে আজ সকালে পদত্যাগ করেছেন। গত রাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে এক সভার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই মুহূর্ত থেকেই সিদ্ধান্তটি কার্যকর হবে।’
ল্যাঙ্গারের চলে যাওয়াকে অস্ট্রেলিয়ার ক্রিকেটের দুঃখজনক দিন বলে মনে করছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। এ বিষয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটের ক্ষেত্রে এটি সত্যিই একটি দুঃখজনক দিন। আপনি যদি পেছনে ফিরে তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন গত কয়েক মাস ধরে ক্রিকেট অস্ট্রেলিয়া ল্যাঙ্গার এবং টিম পাইনের সাথে যে আচরণ করেছে, তা সত্যিই খারাপ হয়েছে। আমি মনে করি, যেভাবে তারা এই দু’টি বিষয়কে পরিচালনা করেছে তা খুবই লজ্জাজনক।’