কোচের বিরুদ্ধে অভিযোগ করে আক্রমণের শিকার নাঈম

3

স্পোর্টস ডেস্ক :
বাগেরহাটে মোহাম্মদ নাঈম নামের এক ক্রিকেটার সম্প্রতি তার কোচের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে(বিসিবি) ঘুষের অভিযোগ করে। ঘটনার সতত্য যাচাইয়ের জন্য তাকে ঢাকায় ডাকে বিসিবি। আসার পথেই আক্রমণের শিকার হয়েছেন তিনি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সামনে নাঈম বলেন, ‘যখন গাড়িতে উঠি, ঠিক তখনই আমি আক্রমণের শিকার হই। আক্রমণকারীরা কোচের লোক ছিল কিনা সেটা আমি সঠিকভাবে বলতে পারছি না। কিন্তু বাগেরহাটের বেশ কয়েকজনের নাম বলেছে। মানে উনার লোক এমনটা বলেছে। আমার সন্দেহ হচ্ছে যে হতে পারে তার লোক।’
উল্লেখ্য, নানা বাধা-বিপত্তি অতিক্রম করে ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন নাঈম। কিন্তু অনূর্ধ্ব-১৬ বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই থেকে বাদ পড়েন তিনি। ১৫ জনকে নির্বাচিত করার জন্য ৩৫ জন ক্রিকেটার নিয়ে দুটি ম্যাচ আয়োজন করা হয়। সেখানে একটি ফিফটিসহ ৫৭ রান করেও বাদ পড়েন তিনি। এরপর বিসিবি মনোনীত কোচের বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছিলেন নাঈম।