নগর জামায়াতের মিছিল সমাবেশ ॥ কোন ষড়যন্ত্রই অবৈধ সরকারের অনিবার্য পতন ঠেকাতে পারবে না

31

সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, দেশের মুক্তিকামী জনতা আজ গর্জে উঠেছে। জুলুম-নিপীড়ন- নির্যাতন, গণগ্রেফতার ও ক্রসফায়ার করে নিরীহ মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকার সাধ কখনো পূরণ হবে না। জনগণের উপর নির্যাতন চালিয়ে কোন স্বৈরাচারী সরকার ক্ষমতায় ঠিকে থাকতে পারে নি। ইতিহাস সাক্ষী সকল স্বৈরাচার ও বাকশালী সরকারকে চরম লজ্জাজনক পরিণতি ভোগ করে বিদায় নিতে হয়েছে। আওয়ামীলীগের জন্যও ইতিহাসের লজ্জাজনক পতনের পরিণতি অপেক্ষা করছে। বাংলাদেশের ক্রান্তিলগ্নে গণতন্ত্রের বিজয় আজ চূড়ান্ত হতে চলেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশপ্রেমিক জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে অবৈধ সরকারের দিন শেষ। টানা ৭২ ঘণ্টার হরতালের ১ম দিন রবিবার সর্বাত্মক হরতাল পালন করে দেশবাসী ফ্যাসিষ্ট আওয়ামীলীগকে বিদায় জানিয়ে দিয়েছে। অবিলম্বে সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহাজাহান আলী সহ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
গতকাল রবিবার ২০ দলীয় জোট আহূত টানা ৭২ ঘন্টার হরতালের ১ম দিন হরতাল চলাকালে ভোর থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং শেষে পৃথক স্থানে মিছিল সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত। মিছিল পরবর্তী পৃথক সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। নগরীর পাঠানটুলা, শিবগঞ্জ ও শাহপরান গেইট সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পৃথক মিছিলে অংশ নেন সিলেট মহানগর জামায়াত নেতা ক্বারী আলাউদ্দিন, চৌধুরী আব্দুল বাছিত নাহির, রফিকুল ইসলাম মজুমদার, মু. আনোয়ার আলী, মাহমুদুর রহমান দিলওয়ার, মু. শাহেদ আলী, ছাত্র শিবির নেতা হাফিজ বদরুল ইসলাম, শামসুর রহমান জাবাল, মঞ্জুর আলম ও ইসলাম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি