কোহলি যেখানে শেষ করেছে সেখান থেকেই শুরু করব ——————————— রোহিত শর্মা

5

স্পোর্টস ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ রবিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ক্রিকেট সিরিজ। এই সিরিজ দিয়েই প্রথমবার সাদা বলের ক্রিকেটে ভারতকে স্থায়ীভাবে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এতদিন ধরে যে দায়িত্ব সামলেছেন বিরাট কোহলি। কিন্তু এখন পরিস্থিতি একেবারে বদলে গেছে।
আজ শনিবার ম্যাচপূর্ব সাংবাদিক সম্মেলনে রোহিত তার নেতৃত্বের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
সাদা বলে ভারতীয় দলের রণকৌশল নিয়ে রোহিত বলেন, ‘আমাদের বেশি কিছু বদলানোর দরকার নেই। শুধুমাত্র পরিস্থিতি বিচার করে কয়েকটা জায়গায় সামান্য পরিবর্তন করা হবে। বিগত কয়েকবছর ধরে আমরা অসাধারণ ক্রিকেট খেলছি। শুধুমাত্র একটি সিরিজে হেরে গেলে অযথা প্যানিক করার দরকার নেই। যদি আমরা কিছু পরিবর্তন করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা অবশ্যই করব। তবে অন্য দলগুলোর মতো আমরা হঠাৎ করে কিছু পরিবর্তন করব না। আমাদের পদ্ধতি একেবারে আলাদা। যদি নতুন এবং আলাদা কিছু করতে হয়, তাহলে আমরা সেটার জন্যও প্রস্তুত। ‘
ওয়ানডেতে নেতৃত্ব হারানো বিরাট কোহলি এখন থেকে স্রেফ একজন ব্যাটার হিসেবে খেলবেন। নতুন অধিনায়ক রোহিতের কথায়, ‘বিরাট কোহলি যেখানে তার দায়িত্ব ছেড়েছেন, আমার দায়িত্ব ঠিক সেই জায়গা থেকে শুরু হবে। ভারতীয় ক্রিকেট দলকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার কাজ। প্রত্যেকেই নিজেদের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। বেশি কিছু বদল করা হয়নি। শুধুমাত্র পরিস্থিতি বিচার করে আমাদের খেলতে হবে। আমাকে খুব বেশিকিছু বদল করার দরকার নেই। ‘