দক্ষিণ সুরমায় নির্বাচনী সহিংসতায় গ্রেফতার ৩ জন কারাগারে

9

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার মামলাটি দায়ের করেন কামালবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. ছোয়াব আলী। মঙ্গলবার ১ ফেব্রুয়ারি গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার। তিনি জানান, মামলায় ৩ জনকে গ্রেফতার করার পর গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, হাফেজ আকবর আলীর পুত্র সুফি আহমদ (২৬) তার ভাই মাহমুদুল হাসান রাজু (৩০), মোঃ মাহমদ আলীর পুত্র ফয়জুল হক (২৮)।
জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলার ১০নং কামালবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দুই সদস্য প্রার্থীর সমান সংখ্যক ভোট পান। এ সময় এই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নির্বাচনে সদস্য প্রার্থী মোঃ ছোয়াব আলীর পুত্র মারুফ আহমদ গুরুতর আহত হন। তাকে নগরীর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।