রওনক বিনতে মুনীব প্রীতি

9

আল্পনা

একটি আল্পনা-
যেখানে লুকায়িত অজস্র স্বপ্ন…
বেঁচে থাকার স্বপ্ন,
ভালো থাকার স্বপ্ন,
ভালো রাখার স্বপ্ন,
স্বপ্নপূরণের কাঙ্ক্ষিত স্বপ্ন।

বাহারি রঙের ছোঁয়ায় দৃশ্যমান আবেগ, অনুভূতি আর ভাবনার মিশ্রণে জীবন্ত আল্পনা।
মনের মাধুরীতে সাজানো তার সীমানা প্রাচীর,
এ যেনো একটি কবিতা, জীবন কাহিনীর কিছু অধ্যায়, কিছু কষ্ট, কিছু সুখানুভূতি।

কোথাও যেনো রংতুলির বেহায়া আঁচড়,
স্পষ্ট ফুটে আছে স্ব-লাজ প্রেমের আবেগ।
কোথাও ভুল আঁচড়ে আঁকা যন্ত্রণার প্রতিচ্ছবি,
লাল কালো রঙে কোথাও কোথাও অদ্ভুত রক্তছাপে এলোমেলো কাব্য।

তবুও এখনো সীমাহীন স্বপ্ন দেখা
স্বচ্ছতায় স্বেচ্ছায় তৈরি ভাগ্যরেখা।