জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় ২৫ জনের জামিন হওয়ায় এলাকায় স্বস্তি

35

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের দায়েরকৃত মামলায় আদালত থেকে উপজেলা আ’লীগের সহ-সভাপতি সহ ২৫ জন জামিন পেয়েছেন।
জানা গেছে, ২৩ সেপ্টেম্বর রবিবার সুনামগঞ্জ আদালত থেকে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রধরপাশা গ্রামবাসীর পক্ষে ২৫ জন জামিন লাভ করেন।
প্রসঙ্গত বিগত ২০১৭ সালের ১৫ ফেব্র“য়ারি শ্রীধরপাশা গ্রামে মাদ্রাসার জমি নিলাম নিয়ে গ্রামের জাবেদ আলম ও গ্রামবাসীর পক্ষে উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল মালিক পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে গ্রামবাসী পক্ষের ২২ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষের দায়ের করা মামলা থেকে গ্রামবাসী পক্ষের ২৫ জনের জামিন হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
এছাড়া এ ঘটনার জের ধরে পরে আবার উভয় পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে গ্রামবাসী পক্ষের একজন নিহত সহ প্রায় ৪০ জন গুলিবিদ্ধ হন।