ফেঞ্চুগঞ্জে নাহিদ হত্যা মামলায় আরও একজন গ্রেফতার

3

স্টাফ রিপোর্টার :
ফেঞ্চুগঞ্জ উপজেলার আলোচিত নাহিদ হত্যা মামলার আসামি মল্লিক মিয়াকে গ্রেফতার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার ৬ জানুযারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার বড়লেখার সীমান্তবর্তী এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে মঙ্গলবার রাতে এ মামলার অন্য আসামি আজমল আলীর স্ত্রী রেজিয়া বেগম ও নুরুল মিয়ার মেয়ে তাছলিমা বেগমকে গ্রেফতার করে পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আনুয়ার জাহিদ জানান, অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। ইতিমধ্যে আসামি নুরুল মিয়ার ঘর তল্লাশি করে দেশীয় অস্ত্র রাম দা, লোহার পাইপ ও চাকু উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে উপজেলার পিঠাইটিকর গ্রামের আলতার হোসেনের পুত্র নাহিদকে একই গ্রামের মল্লিক মিয়া, নুরুল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে নির্মম ভাবে হত্যা করে। পরের দিন ময়না তদন্ত শেষে নাহিদের দাফন সম্পন্ন হয়। পরে তার বাবা আলতার হোসেন ১০জনকে আসামি করে ফেঞ্চুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।