প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় – উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ

40

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জে ৫৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে এক লক্ষ ৪৫ হাজার আটশত টাকা প্রদান কালে জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সঠিক তত্ত্বাবধানের অভাবে তারা সামাজে বঞ্চিত হয়। তাদেরকে উপযুক্ত শিক্ষা ও চিকিৎসা, প্রশিক্ষণ দিলে তারা সমাজে বলিষ্ঠ অবদান রাখতে সক্ষম হবে। সরকার প্রতিবন্ধীদের সকল অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসার সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা দেবব্রত দাসের পরিচালনায় সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া বেগম। সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাকিম হায়দর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, মানিকপুর ইউপি চেয়ারম্যান আবু জাফর মো: রায়হান, ইউপি চেয়ারম্যান আব্দুছ সাত্তার। বক্তব্য রাখেন সাংবাদিক মো: এখলাছূর রহমান, আহমদুল হক চৌধুরী বেলাল, আব্দুল বাছিত, প্রতিবন্ধী আল আমীন প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের ভাতা প্রদান, শিক্ষা চিকিৎসা সহ তাদের পুনর্বাসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিবন্ধীরা এখন আর সমাজে  অবহেলিত নয়। প্রতিবন্ধীদের নিয়ে সরকার যুগ উপযোগী কর্মসূচি গ্রহণ করেছে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রাথমিক স্তরের প্রতিবন্ধী শিক্ষার্থী ২৩ জনকে ৬ মাসে ৪১,৪০০ টাকা, মাধ্যমিক স্তরের ২৪ জনকে ৬৪,৮০০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরের ৬ জনকে ২১,৬০০ টাকা, স্মাতক পর্যায়ের ৩ জনকে ১৮,০০০ টাকা প্রদান করেন।