মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী ॥ মুক্তিযুদ্ধের ছবি দেখে কোমলমতি শিক্ষার্থীরা শিহরিত

11
সুরমা বয়েজ ক্লাব আয়োজিত হাজী শাহমীর প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ছবি দেখাচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. আরমান আহমদ শিপলু।

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের পুত্র, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হলে বেশি বেশি করে মুক্তিযুদ্ধের ছবি তাদের মধ্যে তুলে ধরতে হবে। ছবি দেখলেই তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে। আজকের ছবিগুলোই বলে দেয় মুক্তিযুদ্ধের সময় কি ঘটে ছিল। মুক্তিযুদ্ধের ছবি দেখে কোমলমতি শিক্ষার্থীরা শিহরিত।
রবিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় নগরীর শাহী ঈদগাস্থ হাজী শাহমীর প্রাথমিক বিদ্যালয়ে সুরমা বয়েজ ক্লাব আয়োজিত দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্তগুলো বলেন।
প্রদর্শনীর কমিটির আহ্বায়ক বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতার সভাপতিত্বে ও সুরমা বয়েজ ক্লাবের যুগ্ম সম্পাদক রেজওয়ান আহমদের পরিচালনায় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী রানী দেবী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসান, সুরমা বয়েজ ক্লাবে প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিস, ফটো সাংবাদিক জাবেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ছাত্র ছাত্রীদের নিয়ে প্রদর্শনীর ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি। বিজ্ঞপ্তি