সুনামগঞ্জে খাদেপড়া বাস উদ্ধার, আহত ৬

4

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জে-সিলেট সড়কের জানিগাঁও নামক স্থানে মঙ্গলবার ২১ জুলাই সকালে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১জন যাত্রী নিখোঁজ রয়েছেন। ৬ জন সাঁতরে উঠে চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে মানুষের মাঝে আতংক দেখা দিয়েছিলো অবশেষে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এবং স্থানীয় প্রশাসন বাসটি উদ্ধার করেছে কোনা যাত্রী পাওয়া যায় নি।
জানা যায়, মঙ্গলবার সকাল ৯টায় সিলেট হতে ১৭ জন যাত্রী নিয়ে যাত্রীবাহী বাস সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়ে সকাল আনুমানিক ১০:১৫ টায় সময় সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানীগাঁও নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিমজ্জিত হয়। উক্ত ঘটনায় ৬ জন আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন তার মধ্যে ৩জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। বর্তমানে ৩জন চিকিৎসাধীন আছেন এবং তারা আশংকামুক্ত।
সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে জেলা প্রশসাক, সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ স্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডা: মো: শামস উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার নাদের বখত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা ঘটনাস্থলে যান।
ফায়ার সার্ভিসের উদ্ধার দল দুই ঘন্টা ব্যাপী উদ্ধার কার্যক্রম পরিচালনা করে দুর্ঘটনায় কোন যাত্রী মারা যায়নি মর্মে জানান।