মুক্তিযোদ্ধা সংসদের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা

3

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে পুষ্পস্তবক অর্পন, দোয়া ও মিলাদ মাহফিল এবং জন্মজয়ন্তী উৎযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ই ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই অনুষ্ঠান হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী, বীর মুক্তিযোদ্ধা আকলু মিয়া, বীর মুক্তিযোদ্ধা শামসুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলতাফ আলী, বীর মুক্তিযোদ্ধা দীপংকর চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আসক আলী, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা অমলেন্দু দাস, বীর মুক্তিযোদ্ধা জানু মিয়া, বীর মুক্তিযোদ্ধা রাসেন্দ্র শর্ম্মা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, বীর মুক্তিযোদ্ধা আজমাল আলী, বীর মুক্তিযোদ্ধা হীরা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মনির মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব কমান্ড কার্যনির্বাহী সদস্য মনোজ কাপালী মিন্টু, জেলা সভাপতি জিল্লুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাহিদা বেগম, জেলা সদস্য ইয়াসিন তালুকদার, লিটন খান, সদর উপজেলার সভাপতি শায়েস্তা তালুকদার, সহ-সভাপতি রফিক তালুকদার, সদস্য সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান সিলেট জেলা সুজন মিয়া, সাইফুল ইসলাম, মুরাদ আহমদ, সিরাজুল ইসলাম সুরকি, জগলু অয়ন, স্বপন মিয়া, রুকুনুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৭২ সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা করা হয়েছিল, বাংলাদেশকে একটি উন্নত জাতিরাষ্ট্রে পরিণত করার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব বাংলাদেশ একটি গণতান্ত্রীক ও অসাম্প্রায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাবে। আমরা সমস্ত মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে এদেশের উন্নয়ন নিশ্চিত করব। বিজ্ঞপ্তি