নির্মাণাধীন ২৫০ শয্যা বিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দাবি

5

সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ২০২১-২০২৩ খ্রীষ্টাব্দের ২ বছর মেয়াদী নবগঠিত বিভাগীয় কমিটির শপথ অনুষ্ঠান সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন, নানা কারণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। আমরা চাইনা, সিলেট জেলা হাসপাতালে শুরুতে এভাবে কলঙ্ক লেপন হউক। তাই হাসপাতাল উদ্বোধন থেকে শুরু করে নিয়োগ, উন্নত মানের চিকিৎসা প্রদানে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমরা জোর দাবি জানাই। অন্যথায় সিলেটের আপামর জনতাকে সাথে নিয়ে সিলেটবাসী দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র নবগঠিত বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী (সুনামগঞ্জ) এর পরিচালনায় প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক (হবিগঞ্জ জেলা) মোঃ বাহাউদ্দিন বাহার (হবিগঞ্জ)। সভায় বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন মোঃ নিয়াজ কুদ্দুছ খাঁন, দিপক কুমার মোদক বিলু, শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোঃ সানোয়ার হোসেন, পিযোষ মোদক, মোঃ আল আমিন আহমদ, যুবনেতা মোঃ সালমান খাঁন, মাহিন আহমেদ, সৈয়দ ইব্রাহীম, মোঃ রমজান আহমদ শাকিল, সৈয়দ রাসেল, সোহাগ মিয়া, মোঃ মাহিকুল, নাহিদুল ইসলাম পারভেজ, মোহাম্মদ সাজ্জাদ খান ও প্রবাসী মাসুম নিয়াজী। বিজ্ঞপ্তি