তাহিরপুর সীমান্তে কয়লা শ্রমিককে ধরে নিয়ে গেছে বিএসএফ

23

bsf_banglanews24_384219490আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্ত থেকে বাংলাদেশি এক কয়লা শ্রমিককে ধরে নিয়ে গেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১২০৩ এর পূর্ব পাশে অবস্থিত পাহাড়ী নদী যাদুকাটা থেকে ওই শ্রমিককে ধরে নিয়ে যায় তারা। স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, নদীতে কয়লা কুড়ানোর এক পর্যায়ে ওই শ্রমিক ভারত সীমান্তে অনুপ্রবেশ করলে ওপারের গোমাঘাট বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। সুনামগঞ্জ- ৮ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, আটক ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তাকে দ্রুত ফিরিয়ে আনতে বিএসএফ’র সাথে যোগাযোগ চলছে।