স্বপ্ননীলা

7

বিচিত্র কুমার :

হঠাৎ এলো স্বপ্ননীলা আমার আঁধার জীবনে
জোছনা রাতে তারার সাথে কথা হলো গোপনে,
ফুটলো আলো রাশিরাশি জোনাক জ্বলে মিটিমিটি
রঙিন স্বপ্ন হাতছানি দেয় হেসে কুটিকুটি।

ফুটন্ত ফুল ফোটে যেনো হাওয়ায় হেলেদুলে
রঙের রাণী প্রজাপতি এসে ডানামেলে,
তার সাথে হয় মনের কথা ইচ্ছে নদীর তীরে
উতলা ঢেউ খেলা করে হৃদয় নদীর বাঁধ ভেঙ্গে চিড়ে।

আবেগ যেন হার মানাই উতলা নদীর ঢেউ
তোমাকেই মনে হয় আমার আপন কেউ,
মনের কথা লিখে গেলাম কাব্য আর গানে
স্মৃতির পাতায় তোমার নাম লিখেছি মনে মনে।