হেমন্তকাল

4

সুয়াইব মোহাম্মদ নাহিদ :

হেমন্তকাল এলো ফিরে
স্বাধীন বাংলা দেশে,
কৃষক পাবে নতুন ফসল
উজ্জ্বল মুখে হেসে।
দূর্বা ঘাসে শিশির ভেজা
শিউলী ফুটে গাছে,
খোলা কন্ঠে গান গেয়ে যায়
ফুল বাগানের পাশে।
মায়ে বানায় নানান পিঠা
ভালো লাগে খেতে,
ভোরে উঠে বসে থাকি
সবার আগে পেতে।
হেমন্ত ফের আসলো ফিরে
খুশিতে মন ভরে,
পিঠাপুলির গন্ধ সবাই
পাবে ঘরে ঘরে।