৫ দফা দাবিতে দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

5

চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, নির্মাণ শ্রমিকদের পরিচয়পত্র প্রদান,পরিচ্ছন্নতা কর্মীদের সুনির্দিষ্ট বেতন কাঠামো ঘোষণা, অটোরিক্সা চালকদের লাইসেন্স প্রদান,হকারসহ অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত সকল শ্রমিকদের রাষ্ট্রীয়ভাবে তালিকা করে রেশন প্রদানসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন,সিলেট জেলার উদ্যোগে ২৯ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় শহীদ মিনারের সামনে থেকে মিছিল শুরু হয়ে সিটি পয়েন্টে সমাবেশে মিলিত হয়। সংগঠন সিলেট জেলার আহবায়ক মোখলেসুর রহমান -এর সভাপতিত্বে ও প্রসেনজিৎ রুদ্র এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা জিতু সেন,চা শ্রমিক নেতা বিরেন সিং, অজিত রায়, নির্মাণ শ্রমিক নেতা রাজন ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তি