দ্বন্দ্বের বিপরীতে ছন্দ

4

লিটন রায় :

ছন্দ মিলে এক চিলতে
সুখেই যদি থাকি
এক পশলা অনুভূতির
ছবি তখন আঁকি।

ফাগুন আসে, না বসন্ত
চঞ্চলিত মন
যদিও চলে ফাগুনী হাওয়া
আগুন জ্বলে দন!

শরতই কাশ আকাশি রং
লাগে না কিছু ভালো
জ্যোৎস্নাময়ী, আকাশ তারা
হচ্ছে সবি কালো।

প্রকৃতি রূপ সৃষ্টি ধারা
দেখে ভরে না চোখ
আনাগোনাতে ছুটে চলেছে
সীমাহীন সে শোক!

তবুও যদি কবিতা লিখে
জুড়ে দিয়েছি ছন্দ
অন্তরালে থেকেই থাকে
বিশাল বড় দ্বন্দ্ব।