বাসদ সিলেট জেলার বাসাবাড়ি-কলোনিতে জীবাণুনাশক স্প্রে, প্রচারপত্র ও হাত ধোয়া কর্মসূচি অব্যাহত

7

করোনা রোধে বাসদ সিলেট জেলার উদ্যোগে হাত ধোয়া, সচেতনতা মূলক প্রচারপত্র, কলোনি-বাসা বাড়িতে জীবানুনাশসক স্প্রে অব্যাহত রয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকাল ৩টায় কাজীটুলা এলাকায় বিভিন্ন বাসাবাড়ী-কলোনীতে জীবানুনাশসক স্প্রে, সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।
তাছাড়া দলীয় কার্যালয়ের সামনে সর্বসাধারণের জন্য হাত ধোয়া কর্মসূচি অব্যাহত আছে। এসব কর্মসূচীতে নেতৃত্ব দেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা মামুন ব্যাপারি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা, সনজিত শর্মা প্রমুখ।
প্রচারপত্র বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, করোনা রোধে সবাইকে সচেতন হওয়া প্রয়েজন। নেতৃবৃৃন্দ দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি রোধ, শ্রমজীবী মানুষের রেশনিং চালু করার জন্য আহ্বান জানান। নেতৃবৃৃন্দ করোনা ভাইরাস মহামারী রোধে সরকারকে সমন্বিত কার্যক্রম চালু করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি