জেলা তথ্য অফিসের উদ্যোগে ফেঞ্চুগঞ্জে ওরিয়েন্টেশন কর্মশালা সম্পন্ন

40

গত ২৯ ডিসেম্বর সকাল ১১টায় ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে “শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা সম্পন্ন হয়। কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। উদ্বোধনী পর্বে কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য রাখেন-সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি। উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন। উদ্বোধনী পর্ব শেষে ০৩টি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম,  সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন। যৌতুক ও বাল্যবিবাহ সম্পর্কে বক্তব্য উপস্থাপন করতে গিয়ে জেলা প্রশাসক বলেন-যৌতুক একটি সামাজিক ব্যাধি এ ব্যাধি থেকে উত্তরনের জন্য একটাই পথ যা হচ্ছে জনসাধারণকে এ বিষয়ে সচেতন করা। আর এসব কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যই হচ্ছে কর্মশালায় অর্জিত জ্ঞান সমূহ প্রত্যন্ত অঞ্চলের উদ্দীষ্ঠ জনগোষ্ঠীর কাছে পৌছে দিয়ে তাদেরকে সচেতন করে তোলা। কর্মশালায় উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, কলেজের অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা, এনজিওকর্মী, সাংবাদিক ও ধর্মীয় ব্যক্তিত্ব সহ মোট ২৫জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা এবং স্যানিটেশন পরিবেশ ও জন্মনিবন্ধন বিষয়ে বক্তব্য প্রদান করেন যথাক্রমে-উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি