গোয়াইনঘাটে ৬ ইউপি নির্বাচনে নৌকার মাঝি যারা

12

কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩য় ধাপে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাশালীল দল বাংলাদেশ আওয়ামী লীগ।
৩য় ধাপে গোয়াইনঘাট উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে ৬ টি ইউনিয়নের তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় প্রতীক নৌকা পেতে শুরু হয় জোর লবিং। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উপজেলার ৬ টি ইউনিয়নে আওয়ামী লীগের চুড়ান্ত চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
গোয়াইনঘাট উপজেলার ৬ টি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন যারা যথাক্রমে রুস্তমপুর ইউনিয়নে হেলাল উদ্দিন হেলাল, তোয়াক্কুল ইউনিয়নে মোঃ লোকমান, ৪নং লেঙ্গুরা ইউনিয়নে মুজিবুর রহমান, ৬ নং ফতেপুর ইউনিয়নে মো. নাজিম উদ্দিন, ৭ নং নন্দিরগাঁও ইউনিয়নে এস কামরুল হাসান আমিরুল ও ৯নং ডৌবাড়ী ইউনিয়নে সুবাস দাশ।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে মঙ্গলবার ওই ৬ প্রার্থীর দলীয় মনোনয়ন চূড়ান্ত করে।
উল্লেখ্য গত ১৪ অক্টোবর তৃতীয় ধাপে ১ হাজার ৭ টি ইউপি ও ৯টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।