ছলনাময়ী

57

মামুন রশীদ

মেয়ে স্বপ্ন যদি দেখালে,
তবে কেন দুঃখের সাগরে ভাসালে।
মেয়ে ছেড়েই যদি যাবে,
কেন হাত ধরেছিলে।
মেয়ে ভালোবেসে কেন,
বিরহের অনলে পুড়ালে।
মেয়ে প্রেম নিয়ে কেন
ছলনা করিলে।
মেয়ে মনটা যদি ভেঙ্গে দিবে
কেন হৃদয় দিয়েছিলে।
মেয়ে জোছনায় জড়িয়ে,
আমায় অমাবস্যায় ডুবালে।
মেয়ে বুকে জড়িয়ে কেন,
বিষের কাঁটা বিধালে।
মেয়ে তুমি ছলনাময়ী,
জীবনে এসেছিলে বলেই
আমায় নিঃস্ব করে গেলে।