সিসিকের ইপিআই ও পিএইচসি সেবা শক্তিশালীকরণে দুদিন ব্যাপি কর্মশালা

4
সিলেট সিটি কর্পোরেশনের ইপিআই ও পিএইচসি সেবা শক্তিশালী করার জন্য ২ দিনব্যাপী প্রমাণ ভিত্তিক পরিকল্পনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট সিটি কর্পোরেশনের ইপিআই ও পিএইচসি সেবা শক্তিশালীকরণের লক্ষ্যে প্রমাণ ভিত্তিক পরিকল্পনা বিষয়ক দুই দিন ব্যাপি কর্মশালা শুরু হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) সকালে নগরের একটি হোটেলে কর্মশালার উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
স্থাস্থ্য বিভাগ, সিসিক, ইপিআই, ইউনিসেফ সহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তর সংস্থার ডাক্তার ও স্বাস্থ্য সেবা কর্মীরা কর্মশালায় অংশ নেন। নগরে টিকাদান কর্মসূচী আরো শক্তিশালীকরণ, প্রথামমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে অর্জন কর্মশালার মূখ্য উদ্দেশ্য।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সহ বিভিন্ন বেসরকারী সেবা সংস্থার প্রতিনিধিগণ। বিজ্ঞপ্তি