সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল ॥ নিত্যপণ্যের সীমাহীন ঊর্ধ্বগতির কারণে জনজীবন আজ অতিষ্ঠ

2
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।

সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জনজীবন আজ অতিষ্ঠ হতে চলেছে। নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্য আজ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। কিন্তু মানুষের আয় রোজগার কমতেই আছে। করোনা মহামারীর কারণে অনেক মানুষ কর্মহীন হয়েছে। তারা এখনো তাদের কাজ ফিরে পায়নি। দ্রব্যমূল্যের অতিরিক্ত ঊর্ধ্বগতির কারণে শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কার্যকর কোন উদ্যোগ গ্রহণ না করায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে পণ্যের দাম। ঠিকমতো দুমুঠো ভাত খেতে না পেরে, সন্তানের মুখে আহার দিতে না পেরে দেশের বিভিন্ন স্থানে আত্মহত্যার ঘটনা ঘটছে। এভাবে কোন দেশ চলতে পারেনা। কথিত উন্নয়নের ভুলি শুনতে শুনতে মানুষের এখন বিতৃষ্ণা এসে গেছে। মানুষ দুমুঠো খেয়ে বাচতে চায়। অবিলম্বে নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হবে, মানুষ রাস্তায় নেমে পড়বে। যা নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সম্ভব হবে না।
বৃহস্পতিবার জামায়াত কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের মোহাম্মদ শাহজাহান আলী, জামায়াত নেতা হাফিজ মশাহিদ আহমদ, রফিকুল ইসলাম, পারভেজ আহমদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি