মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের সভা ॥ করোনা দুর্যোগে কর্মহীন শ্রমিকদের কাজ, খাদ্য ও চিকিৎসার নিশ্চয়তা এবং রেশন চালুর দাবি

10

করোনা দুর্যোগের কারণে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মহীন শ্রমিকদের জন্য কাজ, খাদ্য ও চিকিৎসার নিশ্চয়তা এবং রেশন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটি। ৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় কোর্টরোডস্থ (মনু সেতু সংলগ্ন) কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের জেলা কমিটির সভা থেকে এই দাবি জানানো হয়। জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি মোঃ সভাপতি মোঃ নুরুল মোহাইমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ তারেশ চন্দ্র দাশ, মৌলভীবাজার জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল মিয়া, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম-আহবায়ক শ্যামল অলমিক, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, চা-শ্রমিক সংঘের সদস্য নারায়ন গোড়াইত, হেমরাজ লোহার, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া ও কোষাধ্যক্ষ সুবেল মিয়া, রিকশা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ গিয়াস মিয়া ও সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন। বিজ্ঞপ্তি