৭ মার্চের ঐতিহাসিক ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করায় রাজাকার আলবদরা আজ ঈর্ষান্বিত – এম.পি মুনিম চৌধুরী বাবু

45

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার-এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করায় দিবসটি উদযাপনের লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের সামন থেকে বিশাল এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে শোভাযাত্রায় অংশ নেন, স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী, মুক্তযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রউপ, থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূর উদ্দিন বীর (প্রতিক), উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব মোঃ এমরান মিয়া, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুছা, নজরুল ইসলাম, আশিক মিয়া, বজলুর রশীদ, মুহিবুর রহমান হারুন, ছাইম উদ্দিন, সত্যজিত দাশ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান আহমেদ খাঁন, খয়রুল ইসলাম চৌধুরী, রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুস সামাদ, ডাঃ চম্পক কিশোর শাহা, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, নিলূফা ইসলাম, দুলাল চৌধুরী, কাউন্সিল আলাউদ্দিন, বাবুল দাশ, আব্দুস সালাম, জাকির হোসেন, ফারজানা আক্তার পারুল, সৈয়দা নাছিমা, রোকেয়া বেগম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, আমাদের সময় প্রতিনিধি সলিল বরণ দাশ, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, শিক্ষক কাঞ্চন বনিক, দৈনিক বিবিয়ানার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, যুবসংহতী নেতা মুজাহিদুল ইসলাম শাহিন, আব্দুল কাহার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি খূর্শেদুল আহমদ মফিজ, গোলাম কিবরিয়া চৌধুরী সাহেল, আবুল হোসেন, মহিনুর রহমান ওহি, ছাত্রসমাজের সদস্য সচিব নিয়ামুল করিম অপু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করায় রাজাকার আলবদরা আজ ঈর্ষান্বিত হয়ে মুখ চুলকাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান।